১৪ মাস পর টেস্ট খেলবে মুশফিক বাহিনী

প্রায় ১৪ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।
২০১৬ সালের একমাত্র টেস্ট খেলাটি বছরের শেষ প্রান্তে এসে খেলতে নামছে মুশফিক বাহিনী। আর এই সময় প্রতিপক্ষ ইংল্যান্ড ১৬ টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। টাইগার বাহিনী বছরে একটা টেস্ট ম্যাচে নিজেদের কতটা উন্নতি প্রদর্শনের সুযোগ পাচ্ছে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সমর্থকরা।
মুশফিক বাহিনী গত বছরের জুলাই-আগস্টে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলে।
দীর্ঘ বিরতির পর টেস্টের প্রস্তুতিতে মুমিনুল হক শুক্রবার সারাদিন অনুশীলনে ব্যস্ত ছিলেন। বাংলাদেশ দলের একমাত্র খেলোয়াড় যে কিনা টেস্টের সময়ই মাঠে নামেন। সারাবছর যাকে খুঁজে পাওয়া যায় না। গতকাল মুমিনুলের সঙ্গে মাঠে অনুশীলন করেছেন সাকিব-মুশফিকরা।
টেস্টের স্কোয়াড ঘোষিত না হলেও মাঠে অনুশীলনে সময় কাটাচ্ছেন প্রায় সব খেলোয়াড়ই। শুক্রবার নেটে ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, আল আমিন, তাইজুল ইসলামসহ বেশিরভাগ খেলোয়াড়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন