১৫টি নতুন ফোন নিয়ে এল মাইক্রোম্যাক্স!
নতুনভাবে নিজেদের ব্র্যান্ডকে সাজিয়ে তুলল জনপ্রিয় মোবাইল কোম্পানি মাইক্রোম্যাক্স। পাশাপাশি ১টা ২টো নয়, একসঙ্গে ১৫টি মোবাইল ফোনও লঞ্চ করল এই কোম্পানি।
আজ ‘গাটস টু চেঞ্জ’ নামের একটি ইভেন্টে স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেটের মতো ১৯টি ইলেকট্রনিক্স গ্যাজেট লঞ্চ করে মাইক্রোম্যাক্স। এর মধ্যে ১৫টি মোবাইল ফোন। শুধু তাই নয়, মাইক্রোম্যাক্সের নতুন লোগোও লঞ্চ হয় এদিন। কিছুদিন আগে মাইক্রোম্যাক্স জানিয়েছিল যে, তারা গ্রাহকদের সুবিধার জন্য নতুন সফটওয়্যার নিয়ে আসতে চলেছে। এদিন সেই সমস্ত সপটওয়্যারও লঞ্চ হয়।
স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে মাইক্রোম্যাক্স বোল্ড সুপ্রিম, বোল্ড সুপ্রিম2, বোল্ড Q381, ক্যানভাস স্পার্ক 2+, ক্যানভাস ইভক, ক্যানভাস মেগা 2, ক্যানভাস ইউনাইট 4, ক্যানভাস 6 এবং ক্যানভাস 6 প্রো। এই স্মার্টফোনগুলির মধ্যে ভারতে পাওয়া যাবে ক্যানভাস 6 এবং ক্যানভাস 6 প্রো ফোনদুটি।
এবার একনজরে দেখে নেওয়া যাক এই ফোন দুটির ফিচার্স কী কী রয়েছে।
ক্যানভাস 6- 4G সাপোর্টের এই ফোনটির দাম মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকা।
১) ৫.৫ ইঞ্চি HD ডিসপ্লে।
২) অক্টা কোর প্রসেসর।
৩) ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৪) ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৫) অ্যান্ড্রয়েড ৫.১।
৬) 32 GB স্টোরেজ।
৭) 3 GB RAM।
ক্যানভাস 6 প্রো- এই ফোনটিতেও 4G সাপোর্ট করে। এবং এর দামও মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকা।
১) ৫.৫০ ইঞ্চি ডিসপ্লে।
২) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৩) ৫.১ অ্যান্ড্রয়েড।
৪) ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৫) 16 GB স্টোরেজ।
৬) 4 GB RAM।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন