১৫০ কিলোমিটার গতির বল, ওটা কোন ব্যাপার না
বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছেন ভারতের বিরাট কোহলি। ব্যাটিংয়ে সব বোলারকেই শাষন করছেন রিতীমত। ভারত-ইংল্যান্ড ওয়ানে সিরিজের পর এখন মাঠে টি-টোয়েন্টি ঝলক দেখার পালা। ইংল্যান্ড টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে। এখন বাকি আছে টি-টোয়েন্টি ঝলকের।
সেই টি-টোয়েন্টি ঝলকের আগেই আলোচনায় আসলো টাইমাল মিলস। ১৫০ কিলোমিটার বেগে বল করা এই পেসার আবার টি-টোয়েন্টি স্পেশালিস্ট। ২০ ওভারের ম্যাচ ছাড়া আর কিছু খেলেন না। ভারতে যাওয়ার আগে বিগ ব্যাশ লিগেও আগুন ঝরিয়ে এসেছেন ইয়র্কশায়ারের ২৪ বছর বয়সি এই পেসার। ব্রিটিশ মিডিয়ার ধারণা, এই সিরিজে মিলসই তাদের ‘প্রধান অস্ত্র। ‘
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে প্রশ্ন করা হলো ইংল্যান্ডের নতুন এই সেনসেশনকে নিয়ে। কোহলি পাত্তাই দিলেন না! দুই দেশের সাংবাদিকদের উপস্থিতিতেই বলে ফেললেন, “কে মিলস? আমি ওর বোলিং খুব একটা দেখিনি। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হতে পারে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচের পর হয়তো ওকে নিয়ে মন্তব্য করতে পারব। যদি অবশ্য ওর বোলিং খেলার সুযোগ হয়। তবে ১৫০ কিলোমিটার গতির বল আমি আগেও অনেক খেলেছি। ওটা কোন ব্যাপার না। ”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন