১৫০ বাংলাদেশী অবশেষে ফিরলেন

মালয়েশিয়া যাবার সময় বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর হাতে উদ্ধার হওয়া দেড়শ’ বাংলাদেশী নাগরিককে সোমবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহে মিয়ানমার উপকুলের কাছে ২০৮ জন লোক নিয়ে মালয়েশিয়া যাবার চেষ্টার সময় মানবপাচারকারীদের ওই নৌকাটি থামায় মেয়ানমারের নৌবাহিনীর সদস্যরা।
প্রথমে মিয়ানমার দাবি করেছিল যে এই ২০৮ জনের মধ্যে ২০০ জনই বাংলাদেশী। তবে পরে বাংলাদেশী কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের পর ১৫০ জনকে বাংলাদেশী বলে সনাক্ত করা হয়। স্থানীয় সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, আজ কক্সবাজারের উখিয়ার ঘুমধুম সীমান্তে এক পতাকা বৈঠকের পর, বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে কয়েকটি দলে ভাগ করে এই বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়।
এসময় বিজিবি, পুলিশ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত মাসেই ৭২৭ জন আরোহী নিয়ে আরো একটি মালয়েশিয়াগামী নৌকা বঙ্গোপসাগর থেকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তবে এতে বাংলাদেশী কতজন এবং তাদের কবে নাগাদ ফিরিয়ে আনা হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন