১৫২ রান করার পর বল হাতে ১০ উইকেট নিলেন শুভাগত
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তৃতীয় অবস্থানে আছে দক্ষিণাঞ্চল। আর তিন পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে মধ্যাঞ্চল।
এই ম্যাচে বল ও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শুভাগত হোম। ১৫২ রান করার পর বল হাতে ১০টি উইকেট নিয়েছেন তিনি। মধ্যাঞ্চলের হয়ে শুভাগত হোম দুই ইনিংসে যথাক্রমে ১০০ ও ৫২* মোট ১৫২ রান করেছেন। আর বোলিংয়ে দুই ইনিংসে তিনি যথাক্রমে ৬টি ও ৪টি মোট ১০টি উইকেট নিয়েছেন।
আর দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক নিজেদের দ্বিতীয় ইনিংসে নয় নম্বরে ব্যাট করতে নেমে ৬১ বল খেলে ৭৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন। এছাড়া প্রথম ইনিংসে বল হাতে তিনি নেন চারটি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন