বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৫ বছর বয়সে অভিনীত শ্বেতার বাংলা সিনেমা!

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ গত বছর খবরের শিরোনামে উঠে এসেছিলেন হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেল থেকে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার হয়ে। এরপর ৫৯ দিন রেসকিউ হোমসে কাটাতে হয়েছে তাকে।

পরবর্তীতে আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। কিন্তু সেই বিতর্কের জেরে অনেকটাই ধাক্কা খায় ২৪ বছর বয়সী শ্বেতার ক্যারিয়ার। আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে তিনি হার মানেনি। নিজের অভিনয় নিয়ে সংগ্রাম এখনো চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি জানা গেছে, শ্বেতা অভিনীত ২০০৮ সালের একটি বাংলা সিনেমা আগামী মাসে টালিউডে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম এক নদীর গল্প। ২০০৮ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে এতদিন মুক্তি দেওয়া হয়নি এক নদীর গল্প সিনেমাটি। ১৫ বছর বয়সে এই সিনেমায় অভিনয় করেছিলেন শ্বেতা।

সিনেমাটি পরিচালনা করেছেন সমীর চন্দ। এতে শ্বেতার সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যীশু সেনগুপ্ত প্রমুখ। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘একটি নদীর নাম’ অবলম্বনে তৈরি হয়েছিল সিনেমাটি। বাবা ও মেয়ের সম্পর্কের চড়াই উতরাই ঘিরেই তৈরি হয়েছে সিনেমাটি। এই সিনেমায় বাবা ও মেয়ের ভূমিকায় মিঠুন ও শ্বেতা যথাক্রমে অভিনয় করেছেন।

এখানে মিঠুনের চরিত্রের নাম দ্বারকেশ্বর ও শ্বেতার চরিত্র অনু। অনুর কাছে তার বাবা দ্বারকেশ্বর একজন ‘নায়ক’। আর বাবার জন্য মেয়ে অনু তার গর্ব, তার জীবন, তার আনন্দ। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যা উথালপাথাল করে দেয় দ্বারকেশ্বর ও অনুর জীবন। কিন্তু কীভাবে সেই জীবনের প্রতিকুলতার সঙ্গে লড়াই করে মেয়ের জন্য দেখা স্বপ্ন পূরণ করবে তাই নিয়েই এগিয়ে যাবে গল্প।

সমালোচকরা বলছেন, পুরোনো সিনেমা হলেও এই সিনেমার হাত ধরেই ফের অভিনয় জগতে নিজের টিকে থাকার লড়াইটা শ্বেতা লড়তে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, মাত্র ১১ বছর বয়সে হিন্দি সিনেমা মাকড়ি-তে প্রথম অভিনয় করেন তিনি। চুন্নি ও মুন্নির দ্বৈত চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার লাভ করেন। ২০০৫ সালে ইকবাল ও ২০০৬ সালে ডরনা জরুরি হ্যায় সিনেমার সুবাদে বলিউডের স্বীকৃতি পান শ্বেতা। পাশাপাশি টিভি সিরিয়ালেও অভিনয় করেন। এরপর তেলেগু সিনেমায় ডাক পেয়ে হায়দরাবাদ পাড়ি দেন শ্বেতা এবং সেখানে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন