১৫ রকমের বিরিয়ানি একাই খেতেন প্রভাস
বাহুবলি ছবিতে রানা দগ্গুবাতি ও প্রভাস দুজনের অভিনয়ের সঙ্গে সঙ্গে চেহারাও দর্শকদের নজর কেড়েছে। চরিত্রের প্রয়োজনে পরিচালকের নির্দেশ মতো চেহারা তৈরি করতে কম পরিশ্রম করতে হয়নি দু’জনকে।
খাওয়া-দাওয়া কমানোর সঙ্গে সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয়েছে জিমে। কিন্তু, সুযোগ পেলে খেতেও ছাড়তেন না। বিশেষ করে প্রভাস। শুটিং চলাকালীন নাকি ১০ থেকে ১৫ রকমের বিরিয়ানি খেতেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই তথ্য সামনে এনেছেন পরিচালক এস এস রাজামৌলি। জানিয়েছেন, কোনও কোনও সময় প্রভাসকে শুধু ডিম খেয়ে থাকতে হতো। আবার কোনও সময় হয়তো চিকেন ছাড়া। কিন্তু, ডায়েট থেকে ছুটি পেলে এমন এমন বিরিয়ানি প্রভাস খেতেন, যেগুলির নাকি কোনও দিন নাম শোনেননি তিনি।
কেমন ছিল সেই খাওয়া-দাওয়া? রাজামৌলির কথায়, প্রভাস যে ডায়েট ফলো করতে চাইতেন, করতেন। বাধা দিতাম না। তবে কীরকম চেহারা প্রয়োজন, সেকথা মনে করিয়ে দিতাম। একটি মজার ঘটনা বলি। মাসে একটা মাত্র দিন নিজের ইচ্ছে মতো খেতে পারতেন প্রভাস। সেদিন প্রভাসের থালা যেন পাহাড় প্রমাণ হয়ে উঠত। ১০ থেকে ১৫ রকমের বিরিয়ানি খেতেন সেদিন। ফিস, চিকেন, মটন সবকিছুর বিরিয়ানি থাকত সেদিনের খাবারে।
প্রভাস ও রানার প্রশংসা করেছেন রাজামৌলি। জানিয়েছেন, দুজনেই কঠোর পরিশ্রম করে চেহারা তৈরি করেছেন। দুজনের আলাদা আলাদা চরিত্র ছিল। সেইমতো তাঁদের সবদিক থেকে প্রস্তুত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













