১৫ হাজার টাকার মধ্যে অত্যাধুনিক চারটি স্মার্টফোন
বাজারের এখন স্মার্টফোনের ছড়াছড়ি৷ তাই ফোন কেনার আগে বেশিরভাগ মানুষই দিশেহারা হয়ে পড়েন৷ ঠিক করে উঠতে পারেন না কোন ফোনটি কেনা উচিত৷ মাত্র ১৫ হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারসহ স্মার্টফোন কিনতে চান? তাহলে দেখে নিন আপনার সাধ্যের মধ্যে সেরা চারটি স্মার্টফোন কোনটি৷
লি-ইকো লি ২
যদি আপনি ভালো ক্যামেরাসহ স্টাইলিশ ফোন কিনতে চান তাহলে ‘লি-ইকো লি ২’ হ্যান্ডসেটের কোনো বিকল্প নেই৷ ফোনটিতে রয়েছে বাইয়োমেট্রিক সিকিউরিটি, ভালো ক্যামেরা ও ডুয়াল সিম সাপোর্ট৷ ৪জি’র দাম ১১ হাজার ৯৯৯ টাকা৷
হুয়াওয়ে’র হনোর ৫সি
ইউজার ফ্রেন্ডলি সেটে রয়েছে এক্সপ্যান্ডেবল স্টোরেজ অপশন৷ ১০ হাজার ৯৯৯ টাকা।
মোটো জি৪ প্লাস
মোটোর এটাই প্রথম ফোন যাতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ১৫ জিবি ফোনটির দাম মাত্র ১৩ হাজার ৪৯৯ টাকা৷ ৩২ জিবির ফোনটির মূল্য ১৪ হাজার ৯৯৯ টাকা৷ ১৫ হাজার টাকার মধ্যে এটাই সেরা মোবাইল৷
জিওমি এমআই ম্যাক্স
ফোনটির স্ক্রিন সাইজ ৬.৪৪ ইঞ্চি৷ এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৪৮৫০ মিলি আম্পিয়ার আওয়ারের ব্যাটারি৷ এই দামের মধ্যে এটাই একমাত্র ফোন যার দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ রয়েছে৷ মাত্র দুই ঘণ্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে ফোনটি৷
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন