১৬০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ
মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার হ্যাটট্রিকে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরে এ বিপর্যয় থেকে দলকে উদ্ধার করতে বড় কোন জুটি গড়ে উঠেনি। দলের পক্ষে সাকিব সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া নাসির ৩১, সৌম্য ২৭ ও মুশফিক ২৪ রান করেন। বাবাদা ৮ ওভারে ১৬ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে তিনি ৩টি ওভার মেডেন নেয়ার কৃতিত্বও দেখান।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ৩২ ওভারে আট উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে। বৃষ্টির কারণে ৪০ ওভারের নির্ধারিত এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলার রাবাদার তান্ডব শুরু হয় তামিমকে দিয়ে। তামিম ১৩ বল খেলে শুন্য রানে বিদায় নেয়ার পর লিটন দাস ও মাহমুদুল্লাহ পরপর দুই বলে বিদায় নিয়ে রাবাদার হ্যাটট্রিক পূরণে সহযোগিতা করেন!
ইনিংসের চতুর্থ ওভারেই অভিষিক্ত পেসার কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে গেছেন তামিম ইকবাল। রাবাদার পরের বলেই মিডউইকেটে ফারহান বেহারদিনকে ক্যাচ দিয়েছেন লিটন দাস। অনেক দিন পর দলে ফেরা মাহমুদউল্লাহ পরের বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। তিনজনের কেউই রান করতে পারেননি।
পরে ক্রিজে সেট হয়ে যাওয়া উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন। সৌম্য ২৭ বলে ২৭ রান করেন। যার মধ্যে ছিল ৪টি বাউন্ডারির মার। পরে সাকিব ৫১ বলে ৪৮ রান করে ইমরান তাহিরের বলে এলবিডব্লিউয়ের ফাদেঁ পড়েন।
বাংলাদেশ একাদশ: তামিম, সৌম্য, লিটন, মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিব, সাব্বির, নাসির, মাশরাফি, জুবায়ের ও মুস্তাফিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন