১৬ কোটি মানুষের একটি নির্ঘুম রাতের গল্প
বাঙ্গালী বড়ই আবেগ প্রবণ জাতি। সবকিছুতেই আবেগ আর ভালোবাসায় ভরপুর। যার বড় প্রমাণ এই দেশের ক্রিকেট। ১৬ কোটি মানুষের সব থেকে বড় বিনোদনের মাধ্যমও এটি। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধা সবাই যেন ক্রিকেটের প্রেমে মুগ্ধ। এক কথায় ক্রেকেট খোর।
এক সময় মানুষ যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও শিক্ষক হওয়াটা বড় স্বপ্ন ছিল ঠিক তেমনি এখনকার যুগে নিজের সন্তানকে ক্রিকেটার বানাতে চায় প্রতিটা পরিবার। এ যেন ক্রিকেটের প্রতি এক অন্যরকম ভালোবাসা।
১৯৮৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলা শুরু করা দলটি দেশকে দিয়েছে একের পর এক জয়। উপহার দিয়েছে অনেক সুনাম। টেস্ট ক্রিকেট খেলা সব দেশেরর বিরুদ্ধেই ওয়ানডেতে জয় আছে বাংলাদেশের।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এশিয়াকাপের ফাইনাল ও টানা ৬টি সিরিজ জয়। এর থেকে বড় সফলতা আর কি হতে পারে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ৩ টি ওয়ানডেতে একটিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আর বাকি দুটতেই দুর্দান্ত খেলেছে টাইগার বাহিনীরা।
২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট গত ২০ অক্টোবর শুরু হয় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে। গতকাল রবিবার ২৮৫ রানের গুটিয়ে যায় সফরকারীরা। এতে টাইগারদের টার্গেট দাড়ায় ২৮৬ রানের।
২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় আট উইকেটে ২৫৩ রান। এতে বাংলাদেশের প্রয়োজান ছিল মাত্র ৩৩ রান। হাতে ছিল দুইটি উইকেট। ক্রিজে ছিলে সাব্বির রহমান ও তাইজুল ইসলাম।
শুরু হয় ১৬ কোটি মানুষের স্বপ্ন দেখা। কারণ জয় যেন নিশ্চিত প্রায়। ক্রিকেটের জনকের বিরুদ্ধে প্রথমবারের মত ঐতিহাসিক টেস্ট জয়। শুরু হয় কোটি বাঙ্গালীর রাত জাগা কখনো হবে ইতিহাস গড়ার সে ভোর। কখন সাকিব-তামিম-মুশফিকরা দেশের পতাকা হাতে নিয়ে বন্দর নগরীর ওই স্টেডিয়ামের চার পাশে দৌঁড়াবে।
শেষ হলো অপেক্ষার পালা। রাত পোহাল । সকাল ১০টা বাজতেই ব্যাট প্যাড নিয়ে মাঠে নেমে পড়লো সাব্বির-তাইজুল সাথে ইংলিশ ক্রিকেটাররা। শুরু হলো ব্যাট বলে যুদ্ধ। ৩৩ রানের টার্গেটটা ২৩ রানে নামিয়ে আনলো এই দুই ব্যাটসম্যান।
ধীরে ধীরে জয়ের দিকে যেন আরো এগিয়ে যাচ্ছি আমরা। তবে হলো না আর কিছুই। বেন স্টোকসের বলে বিদায় নিলেন তাইজুল, ঠিক এক বল পর আবারও স্টোকসের আঘাত। গুটিয়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন। সে সাথে এক মন কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের। অপমৃত্যু ঘটলো ১৬ কোটি বাঙ্গালীর আরো একটি স্বপ্নের। বৃথা গেল নির্ঘুম কাটানো একটি রাত।
তবুও দলের প্রতি ক্ষোভ নেই কারো। সবই ভাগ্যারে দোষ। আর ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। কখন কার দিকে মোড় নেবে, কে জানে। শুভ কামনা টাইগারদের জন্য। আজ হয় নাই তো আগামীকাল হবে। একদিন না একদিন আমরা জয় পাবোই।
লেখক: সোহরাব মাহাদী
ক্রিকেট প্রেমী ও সংবাদ শ্রমিক
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন