১৬ বছর অনশন, ভোট পেলেন ৯০টি
মণিপুরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবিতে টানা ১৬ বছর অনশনকারী মানবাধিকারকর্মী ইরম শর্মিলা রাজ্যের বিধানসভা নির্বাচনে থাউবাল আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৯০ ভোট পেয়েছেন। ওই কেন্দ্র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইরম শর্মিলার পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (পিআরজেএকে) পার্টি এবারের নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারেনি। তাঁর বিপক্ষে মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ পেয়েছেন ১৯ হাজার ১২১টি ভোট। তিনি কংগ্রেস থেকে এ নির্বাচনে লড়েন।
মণিপুরের মোট ৬০টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ২৮টি, বিজেপি ২১টি, অন্যরা ১০টি এবং তৃণমূল কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।
এই ফলাফলের পর এক প্রতিক্রিয়ায় ইরম শর্মিলা বলেছেন, তিনি পরের বছর আবার নির্বাচনে নামবেন।
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবিতে ২০০০ সাল থেকে অনশন শুরু করেন ইরম শর্মিলা। দীর্ঘ ১৬ বছর ধরে চলা এই অনশন গত বছর ভাঙেন। এরপর শর্মিলা রাজনীতিতে এলে তাঁকে ভোটে জয়ী করতে ঘোষণা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু প্রতিপক্ষের কাছে গো-হারা হেরেছেন তিনি।
ভারতের মণিপুর রাজ্যের বিধানসভা নির্বাচনে চলছে হাডাহাড্ডি লড়াই। সেখানে ১৫ বছর ধরে ক্ষমতায় কংগ্রেস। এই রাজ্যে এবারও দলটি এগিয়ে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন