মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৮৪ রান করে ম্যাচসেরা এনামুল হক

টানা দ্বিতীয়বারের মত খুলনা বিভাগের ঘরে উঠল জাতীয় ক্রিকেট লিগের শিরোপা। ঢাকা মেট্রোকে ৩৯৮ রানে হারিয়ে একদিন আগেই শিরোপা উল্লাসে মেতে উঠল খুলনা বিভাগ।

খুলনা চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা বিভাগ নিশ্চিতভাবে রানারআপ হচ্ছে। তবে এ ম্যাচে নিজের দুই ইনিংস মিলেই ১৭টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ১৮৪ রান করে বোলার আল আমিনের সঙ্গে যৌথভাবে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন এনামুল হক বিজয়।

আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন দলটি এবারের মৌসুমের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোকে তিন দিনেই ৩৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে। ফতুল্লায় ৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১১০ রানেই অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। ৪১ রানে ৬ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর ইনিংস গুঁড়িয়ে দেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন।

এক দিন বাকি থাকতেই তাই শিরোপা নিশ্চিত হয়ে গেছে খুলনার। ছয় রাউন্ড শেষে খুলনার পয়েন্ট ৫৮। ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগ শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে বোনাসসহ জিতলেও তাদের পয়েন্ট হবে ৫৫। কারণ বোনাসসহ জিতলে একটি দলের সর্বোচ্চ ১৮ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার বড় লক্ষ্য তাড়ায় খুলনার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ঢাকা মেট্রো। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ১৪ ওভারে ৪১ রান দিয়ে ৬ উইকেট নেন খুলনার পেসার আল-আমিন। ৪২ রানে ৩ উইকেট নেন স্পিনার রাজ্জাক। অপর উইকেটটি নেন আশিকুজ্জামান। এর আগে ৩ উইকেটে ২৭২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল খুলনা।

৭৩ রান নিয়ে দিন শুরু করা তুষার ইমরান তুলে নেন লিগে টানা তৃতীয় সেঞ্চুরি। আগের দিনে সেঞ্চুরি করেছিলেন এনামুল হক বিজয়। তুষারের ১৩৮ ও বিজয়ের ১২২ রানের সুবাদে ৫ উইকেটে ৪২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে খুলনা। তাতে ঢাকা মেট্রোর সামনে দাঁড়ায় ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য। সেই রান-পাহাড়েই চাপা পড়ল ঢাকা মেট্রো!

নিজের প্রথম ইনিংসে ১৩৬ বল খেলে ৫টি চার এবং একটি ছক্কায় ৬২ রান করেন বিজয়। এরপরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে ১৫৩টি বলে ১২টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ১২২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন জাতীয় দলের উপেক্ষিত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি