১৭ মে রাজধানীর তিন থানায় ‘আসল’ বিএনপির হরতাল

আগামী ১৭ মে রাজধানীর তিন থানায় ‘আসল’ বিএনপির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম হরতালের ডাক দিয়েছেন। পল্টন, মতিঝিল ও শাহবাগ থানায় সেদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানান তিনি।
বুধবার বেলা ১২টার দিকে ফেসবুক লাইভে কামরুল হাসান নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বিএনপি পুনর্গঠনের উদ্যোগে ঘোষিত দলীয় বিপ্লবের শেষ মহড়ার অংশ হিসেবে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি প্রথমবারের মতো দল পুনর্গঠনের ডাক দেন নাসিম। তিনি বিএনপিতে পাঁচটি অসুখ হয়েছে বলে উল্লেখ করেন। পাঁচটি অসুখ সারানোর জন্য নাসিম নানা কর্মসূচি দিতে শুরু করেন।
বুধবার ফেসবুকে লাইভে নাসিম বলেন, আগামী ১৭ মে একটি উল্লেখযোগ্য দিন। ওই সময়ের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের পুনর্গঠন করার নিশ্চয়তা না পাওয়া এবং পাঁচ অসুখ সারানোর উদ্যোগ না নেওয়ায় হরতাল পালন করা হবে। সেদিনই দলীয় বিপ্লবের শেষ মহড়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন