১৮৫ রান, অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া নাঈমের
তখন ১৮৫ রান ঝুলিতে জমা রেখেছেন নাঈম ইসলাম। স্বাভাবিক কারণে ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূর্ণ হলো না। বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাকের বলে ঠিক তখনই বোল্ড আউট হয়ে তাঁর স্বপ্নের ইতি ঘটে।
মাত্র ১৫ রানের জন্য ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে ব্যর্থ হন নাঈম। আগের দিনের ১৭৬ রান নিয়ে সোমবার ব্যাট করতে নেমে মাত্র ৯ রান যোগ করতে পেরেছেন তিনি। দুর্দান্ত এই ইনিংসটি খেলতে নঈম বল খরচ করেছেন ৪৭৫টি, উইকেটে ছিলেন ৬১৫ মিনিট।
নাঈম ডাবল সেঞ্চুরিটি না পেলেও তাঁর ব্যাটে ভর করে রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল। নয় উইকেটে ৪৯২ রান করে ইনিংস ঘোষণা করেন তাঁরা। নাঈমের ১৮৫ রানের পাশাপাশি জহুরুল ইসলাম ৬৫ রান করেন।
জবাবে দক্ষিণাঞ্চল ২৯৪ রান করে দিন শেষ করে। মাহমুদের হার-না-মানা সেঞ্চুরিতেই (১২১) এই ইনিংসটি গড়েন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন