১৮ জুন মোহামেডানের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ!
কাউন্টি ক্রিকেটে খেলবেন কী খেলবেন না খেলবেন না এখনও নিশ্চিত নয়। আইপিএল শেষ করে নিজের গ্রামের বাড়িতে বেশ কিছুদিন থেকে এসেছেন মুস্তাফিজ। এখন চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবির অ্যাকাডেমী জিমনেশিয়ামে চলছে তার নিবিড় অনুশীলন। বিসিবির ফিজিও এবং ডাক্তাররা জানাচ্ছেন, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
ফিজিওদের আশ্বাস পেয়ে আশায় বুক বাধছে প্রিমিয়ার লিগে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। প্লেয়ার বাই চয়েসে মুস্তাফিজকে দলে নিয়েছে তারা। আইপিএল এবং তার বাড়িতে যাওয়া এবং ইনজুরির কারণে তাকে পাচ্ছিলো না মোহামেডান। এবার ইনজুরি থেকে ফিরে আসার পর ঢাকার ক্লাবটির প্রত্যাশা মুস্তাফিজ খেলবে প্রিমিয়ার লিগে। মোহামেডানের প্রত্যাশা, ১৮ জুন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে তাকে মাঠে নামাতে পারবে।
মোহামেডানের পরিচালক সারওয়ার হোসেন বলেন, ‘ফিজিও আমাদেরকে জানিয়েছে ১৬ জুনের মধ্যে মুস্তাফিজ ফিট উঠতে পারবেন। ওইদিন তারা মুস্তাফিজকে খেলার জন্য ছাড়পত্র দিলে তিনি পরদিন দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে পারবেন এবং আশা করছি, সুপার লিগের তৃতীয় রাউন্ডে ১৮ জুন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে খেলতে পারবেন তিনি।’
সুস্থ হওয়ার পর মুস্তাফিজ যদি কাউন্টি খেলতে যেতে চায়, তাহলে মোহামেডানের কোন বক্তব্য থাকবে কি না এ ব্যাপারে? জানতে চাইলে সারওয়ার হোসেন বলেন, ‘বিষয়টা সম্পূর্ণই মুস্তাফিজের নিজের চাওয়ার ওপর নির্ভরশিল। আমরা চাই তিনি আমাদের পক্ষে খেলুক। যদি তিনি চান, কাউন্টিতে যেতে তাহলে আমাদের বাধা দেয়ারও কিছু থাকবে না। তবে, চাইলেই তো সাথে সাথে ইংল্যান্ড চলে যেতে পারছেন না। আশা করবো, প্রিমিয়ার লিগে একটা-দুটা ম্যাচ অন্তত খেলে যেতে পারবেন তিনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন