১৮ মাস, ৩৫০ ঘণ্টা, মেয়ের ঘরে রূপকথার গাছ আনলেন বাবা
প্রথমে মনে হবে, কী-ই বা আছে এই খবরে? একটু তলিয়ে ভাবলে এই খবরেই মিলবে অজস্র মণিমুক্তোর সন্ধান। মেয়ের স্বপ্ন পূরণ করতে বাবা কী না করতে পারেন!
ছোট্ট মেয়েকে রূপকথার গল্প শোনাতেন রব। এই নামেই ইনি সোশ্যাল দুনিয়ায় পরিচিত। কিন্তু তাতে আর এমন কী? সব বাবাই তাঁদের মেয়েদের চোখে এঁকে দেন রূপকথার জগত।
কিন্তু একদিন রব-এর মেয়ে আচমকা আবদার করে বসে, রূপকথার গাছ তার ঘরে চাই। সেই গাছে একটা কোটর থাকতে হবে, যার ভিতরে বসে সে গল্পের বই পড়বে। এখানেই শেষ নয়। মেয়ের আবদার, গাছের উপরেও বসার ব্যবস্থা করে দিতে হবে।
এই চ্যালেঞ্জের জন্য রব প্রস্তুত ছিলেন না। কিন্তু মেয়ের স্বপ্ন সত্যি করতে উঠেপড়ে লাগলেন। সব জিনিস জোগাড় করে নিজে হাতে তৈরি করতে লাগলেন মেয়ের সেই রূপকথার গাছ। দেড় বছর পরে মেয়ের ঘরে তৈরি হল সেই গাছ। সাড়ে তিনশো ঘণ্টারও বেশি সময় লেগেছে এই গাছ তৈরিতে। খরচ হয়েছে প্রায় তিন হাজার ডলার।
মেয়ে এখন গাছের কোটরে বসে পড়ে। সেখানে আলোর ব্যবস্থা হয়েছে। সেই আলো আবার শোয়ার সময়ে কমিয়ে দেওয়া যায়।
মেয়ে খুশি। আর রব হাসছেন গর্বের হাসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন