১৮ ম্যাচ খেলে মাত্র ৬টি গোল করেছেন নেইমার

বার্সেলোনার ত্রিফলা- লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। তাদের বোঝাপড়াটা দারুণ। এই ত্রয়ীতেই ভরসা রাখছে কাতালান ক্লাবটি।
সস্প্রতি দুজন (মেসি-সুয়ারেজ) ভালোই গোল পাচ্ছেন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছেন না নেইমার।
চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলে ১৮ ম্যাচ খেলা নেইমারের গোল সংখ্যা ছয়টি। তবে মেসি-সুয়ারেজদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল।
তাই গোল খরায় ভুলতে থাকা নেইমারকে নিয়ে চিন্তিত নন বার্সা কোচ লুইস এনরিক। জানালেন, অাক্রমণভাগে খেলে অন্যদের দিয়ে গোল করানোই দলের জন্য গুরুত্বপূর্ণ।
নেইমারকে নিয়ে এনরিক বলেন, ‘আমি নেইমারের গোল কিংবা অ্যাসিস্টের পরিসংখ্যান নিয়ে ভাবছি না। এছাড়া দিন শেষে সে কতটা গোল করলো তা নিয়েও চিন্তিত নই।
এবারের মৌসুমে নেইমার অনেক গোলে সহায়তা করেছে। যা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আগের মৌসুমের মতো তার পারফরম্যান্স অনেক উঁচুতেই আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন