১ কেজি ওজনের ইলিশ চিংড়ি ঘেরে !
বাঙালির রসনা মেটাতে ইলিশের জুড়িমেলা ভার। গভীর নদী ও সমুদ্রের পানি ছাড়া অন্য কোথাও ইলিশ পাওয়া যায় এমনটি ভাবতে অনেকের কাছে অবাক লাগে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য একটি চিংড়ি ঘেরে ধরা পড়েছে একঝাঁক ইলিশ। আর প্রতিটির ওজন প্রায় এক কেজি করে। এমনই চমক লাগার মতো ইলিশ ধরা পড়েছে বাগেরহাটের চিতলমারীতে।
উপজেলার সাবোখালি গ্রামের চিংড়িচাষী সাধন অধিকারী জানান, দুপুরে তিনি তার ঘেরে লোকজন নিয়ে জাল ফেলে মাছ ধরতে যান। এ সময় তাদের জালে একঝাঁক ইলিশ ধরা পড়ে। প্রথমদিকে সবাই অবাক হলেও পরে সেগুলো ইলিশ মাছ বলে তারা নিশ্চিত হন। সেখান থেকে দুটি মাছ রেখে বাকিগুলো ঘেরে ছেড়ে দেয়া হয়।
সাধন অধিকারীর ধারণা, গত বছর সমুদ্র থেকে চিংড়ি পোনা এনে ঘেরে ছেড়ে দেয়া হয়। এসব পোনার সঙ্গে ইলিশের পোনাও আসে বলে ধারণা তার। এর আগেও পাশের পাটরপাড়া গ্রামের ফরিদ বিশ্বাসের বাড়ির পুকুরে প্রচুর ইলিশ ধরা পড়েছিল।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, গভীর পানিতে ছাড়া ইলিশ পাওয়া যায় এটি একটি অবিশ্বাস্য ঘটনা। চিংড়ি ঘেরে কীভাবে ইলিশের জন্ম হলো বিষয়টি নিয়ে তার মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন