১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের কার্যতালিকা অনলাইনে
আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের কার্যতালিকা (কজ লিস্ট) কাগজে ছাপানো বন্ধ করে শুধু অনলাইনে প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে বিচারকদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এ ঘোষণা।
সৈয়দ আমিরুল ইসলাম বলেন, মামলা জট ও জনদুর্ভোগ কমানো, খরচ বাঁচানো এবং ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে ছাপানো কার্যতালিকা তুলে দেওয়া হচ্ছে। গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকা কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন করা হয়। তিন মাস পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি অনুসরণ করার পর ১ ফেব্রুয়ারি থেকে কাগজে ছাপা কার্যতালিকা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের বিভাগের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ ছিলেন।
রেজিস্ট্রার জেনারেল বলেন, কাগজের কজ লিস্ট উঠে গিয়ে অনলাইনে যোগ হচ্ছে মামলার কার্যতালিকা। যার ফলে প্রত্যন্ত গ্রামের বিচারপ্রার্থীরাও মুহূর্তেই জানতে পারবেন মামলার কার্যতালিকা প্রসঙ্গে। এতে পরিবেশ রক্ষা পাবে। কেননা সুপ্রিম কোর্টের কাগজের কজ লিস্ট করতে গিয়ে যে পরিমাণ কাগজ প্রয়োজন হয়, তাতে বছরে প্রায় ৬৫টি গাছ কাটা পড়ে। এ ডিজিটালাইজেশনের ফলে এসব গাছ কাটা বন্ধ হবে। সরকারের সাশ্রয় হচ্ছে বছরে প্রায় ২১ কোটি টাকা।
এ উদ্যোগের ফলে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা হবে এবং ভিশন ২০২১ ফলপ্রসূ হবে বলে মনে করেন সৈয়দ আমিনুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন