১ রানে হারল বাংলাদেশ
অনেক ঘাত-প্রতিঘাত নাটকীয় পরিস্থিতি শেষে মাত্র ১ রানের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস। হতাশাজনক এই হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল মাশরাফিদের।
ভারতের বিপক্ষে ভাগ্যের সহায়তাও যেন খুব ভালোমতোই পাচ্ছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ভারতের মিস ফিল্ডিংয়ের কারণে চার পেয়েছিলেন তামিম। পঞ্চম বলে তামিমের একটি ফিরতি ক্যাচও তালুবন্দি করতে পারেননি আশিস নেহরা। পঞ্চম ওভারে তামিম পেয়েছেন আরও একটি জীবন। সহজ একটি ক্যাচ ফেলে দিয়েছিলেন জাসপ্রিত বুমরা। দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ভালোমতোই এগিয়ে যাচ্ছিলেন তামিম ও সাব্বির। কিন্তু অষ্টম ওভারে ৩৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন তামিম। দশম ওভারে ২৬ রান করে সাব্বিরও হয়েছেন স্টাম্পিংয়ের শিকার। দারুণ দুইটি ছয় মেরে রান ও বলের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছিলেন সাকিব। কিন্তু তিনিও খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ১৩তম ওভারে ফিরে গেছেন ২২ রান করে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাশরাফিও মেরেছেন একটি ছয়। কিন্তু আউট হয়েছেন সেই ছয় রান করেই।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার ৩০, বিরাট কোহলির ২৪, শিখর ধাওয়ানের ২৩ রানের ছোট ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৪৬ রান জমা করেছিল ভারত। বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনী, হার্দিক পান্ডিয়ে, রবিন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন