১ হাজার রানের ক্লাবে উইলিয়ামসন
নিউজিল্যান্ডের চতুর্থ ও বিশ্বের ৩৩তম খেলোয়াড় হিসেবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশটির অধিনায়ক কেন উইলিয়ামসন। গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে উইলিয়ামসনের আন্তর্জাতিক পরিসংখ্যান ছিলো, ৩৫ ম্যাচের ৩৩ ইনিংসে ৯৬৭ রান। ফলে ১ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ৩৩ রান প্রয়োজ পড়ে উইলিয়ামসনের। প্রয়োজনীয় ৩৩ রান নিউজিল্যান্ড ইনিংসের ১০ ওভারের প্রথম বলেই পূর্ণ করেন তিনি। ফলে ১ হাজার রানের ক্লাবে নাম উঠে উইলিয়ামসনের।
বিশ্বের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে রান নিউজিল্যান্ডেরই ব্রেন্ডন ম্যাককালামের। ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ২১৪০ রান করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন