২য় ম্যাচে মুশফিকের পরিবর্তে সোহান?

কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টাইগারদের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানাতে যাচ্ছেন টাইগারদের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আর মাশরাফির এই বিদায়ী ম্যাচে বাংলাদেশ দলে বেশ বড় একটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে। একটি সুত্র থেকে জানা গেছে আজকের ম্যাচে নিয়মিত উইকেট রক্ষক মুশফিকুর রহিমকে একাদশের বাইরে রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
মুশফিকের পরিবর্তে আজ খেলতে পারেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। কারণ গত ১০ টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে মুশফিক অনেকটাই নিষ্প্রভ ছিলেন।
নিজের খেলা গত কয়েকটি ম্যাচে মুশফিক রান করেছিলেন যথাক্রমে ২৪, ১৬, ৪, ৪, ১২, ৪, ০, ১৮, ১৫, ১১ এবং ৮। ফলে মুশির বিকল্প ভাবতে যাচ্ছে নির্বাচকরা।
এদিকে লঙ্কানদের বিপক্ষে টাইগার একাদশে আরেকটি পরিবর্তন আসতে পারে। আজকের ম্যাচে অভিষেক ঘটতে পারে অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। পেস তারকা তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা হতে পারে তাঁর।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)/ নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন