মমতার প্রশ্ন
২০০০ রুপির নোটে বাংলার বাঘ নেই কেন?
ভারতের বাজারে নতুন ছাড়া দুই হাজার রুপির নোটে নেই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ছবি। এটা কোনোভাবেই মানতে পারছেন না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার দাবি, ‘হুট করে এই ছবি নোট থেকে উবে যায়নি, বরং নোটের নকশাতেই তা রাখা হয়নি।’
কলকাতা টুডেকে মমতা বলেন, ‘সবাই সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে জানে। কিন্তু দুই হাজার টাকার নোটে রয়েল বেঙ্গল টাইগারের ছবি নেই। সেখানে হাতির ছবি আছে। তাঁদের মতে, এটা জাতীয় ঐতিহ্য। কিন্তু জাতীয় পশুই সেখানে নেই।’
‘তাদের যা মনে চাইছে, তাই করছে। তারা হাতিকে জাতীয় ঐতিহ্য বলছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রয়েল বেঙ্গল টাইগার নেই কেন? তাঁরা রয়েল বেঙ্গল টাইগারের ছবি সরিয়ে দিয়েছে।’
ভারতের নতুন দুই হাজার রুপির গোলাপি নোটের একপাশে রয়েছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি। অপর পাশে রয়েছে একটি কৃত্রিম উপগ্রহের ছবি। এর নিচেই একটি বাক্সে রয়েছে হাতি, ময়ূর আর একটি পদ্মের ছবি।
বর্তমানে ভারতের বাজারে প্রচলিত ১০ রুপির নোটে রয়েল বেঙ্গল টাইগারের ছবি আছে। বাঘের পাশাপাশি হাতি ও গণ্ডারের ছবিও রয়েছে নোটটিতে। তবে সম্প্রতি বাতিল হওয়া এক হাজার ও ৫০০ রুপির নোটে কোনো পশুর ছবিই ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন