২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
এসব কার্টনে ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট আছে। সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের এসব সিগারেটের দাম (শুল্কসহ) ১৫ লাখ টাকা।
শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, যাত্রী আব্দুস সোবহান দুবাই থেকে ইকে৫৮৬ ফ্লাইটে বিকেল ৫টায় ঢাকায় অবতরণ করেন। গোপন সংবাদের পেয়ে শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রেখে তিনটি লাগেজ থেকে ওই সিগারেট জব্দ করেন।
সূত্র আরো জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী, প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন