২০০ পেরোল বাংলাদেশ

৪০.৫ ওভার শেষে ২০০ রান পূর্ণ করল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেছেন মুশফিকুর রহিম। এর আগে ১০ বলে ৬ রান করে সাকিব এবং ৪ রান করে আউট হয়েছেন নাসির।
চতুর্থ উইকেট জুটিতে সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ভালো স্কোরের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৪৯ রান করে সাব্বির বিদায় নিলে মুশফিক-সাকিবকে নিয়ে আশায় বুক বাঁধে টাইগার ভক্তরা। সাকিবকে হারিয়ে সেটাও অনেকখানি থমকে গেছে।
তবে শুরুটা বেশ ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতেই দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দৃঢ়তায় ৬৫ বলে দলীয় অর্ধশতক রান পূর্ণ করে টাইগাররা।
ব্যক্তিগত পঞ্চাশ থেকে চার রান দূরে থেকে সাজঘরে ফিরে যান ইমরুল। এরপর সাব্বিরকে সঙ্গে নিয়ে তামিম রানের চাকা সচল রাখার কাজটি করেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পরেই বিদায় নেন তামিম। ৭ বলে ৬ রান করে ফিরে গেছেন মাহমুদউল্লাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন