২০০ পেরোল বাংলাদেশ, লিড ১৭৬ রানের
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আক্ষেপ হয়ে ছিল শুধু মাহমুদউল্লাহর আউটটা। সারা দিন ব্যাটে-বলে ভালো নৈপুণ্য দেখিয়ে দিনের শেষ বলে আউট হয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আজ রোববার তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছে বাংলাদেশের। স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ২০০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এগিয়ে আছে ১৭৬ রানে।
তৃতীয় দিনে প্রথম ১৪ ওভার নির্বিঘ্নেই কাটিয়েছিলেন ইমরুল ও সাকিব। কিন্তু ১৫তম ওভারে মইন আলীর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ইমরুল। আউট হওয়ার আগে খেলেছেন ৭৮ রানের লড়াকু ইনিংস। সাকিব ব্যাট করছেন ১৬ রান নিয়ে। ইমরুলের পর উইকেটে এসেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
দ্বিতীয় দিনে মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ২৪৪ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। দিনের শেষপর্যায়ে ব্যাট হাতেও ভালো নৈপুণ্য দেখিয়েছিলেন তামিম-ইমরুল-মাহমুদউল্লাহরা। উদ্বোধনী জুটিতেই ৬৫ রান জমা করেছিলেন তামিম-ইমরুল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শুধু মুমিনুল হক। প্রথম ইনিংসে ৬৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র ১ রান করে। দ্বিতীয় দিনের শেষ বলে আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ খেলেছেন ৪৭ রানের ইনিংস।
এই সংক্রান্ত আরো সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন
বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন













