২০১৫ সালের আইটেম গানে সেরা নায়িকারা…
বছর তিনেক আগে ঢাকাই সিনেমায় বলিউডের আদলে আইটেম গান সংযোজনের হিড়িক পড়ে। উপযুক্ত আইটেম কন্যার অভাবে শুরু থেকে নায়িকারাই আইটেম গানের হাল ধরেন। ২০১৫ সালে এসে আইটেম কন্যারা এক প্রকার হারিয়ে যান। তাদের জায়গা দখল করেন নায়িকারা।
মাহি
আইটেম গানের জনপ্রিয়তায় গেল বছর নতুন মাত্রা যোগ করেন মাহিয়া মাহি। ‘অগ্নি টু’ ছবিতে তার পারফর্মেন্সে সমৃদ্ধ ‘ম্যাজিক মামনি’ বছরের অন্যতম হিট গান বলে বিবেচিত হয়। রোমান্টিক নায়িকার ইমেজ ভেঙে এখানে আইটেম কন্যা হয়ে দর্শকমন জয় করেন তিনি। ইউটিউবে রেকর্ড পরিমাণ হিট পড়ে গানটির।
ববি
আইটেম গান দিয়েই ববির ক্যারিয়ার শুরু। অনেক দর্শকেরই নিশ্চয়ই মনে আছে ‘খোঁজ দ্য সার্চে’র কথা। সেই ববি যে আইটেম গানে মাঝে-মধ্যেই বাজি মারবেন তাতে আর আশ্চর্যের কী আছে! ২০১৫ সালে ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে ববির ‘পান জর্দা যেমন’ গানটি দর্শকের মনে ধরেছিল। ইউটিউবে ‘ম্যাজিক মামনি’র পরেই আছে ‘পান জর্দা যেমন’।
পরীমণি
‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে ২০১৫ সালে অভিষেক ঘটে পরীমণির। প্রথম ছবিতেই আইটেম গানে পারফর্ম করেন পরী। ‘ডার্লিং’ শিরোনামের গানটি হাটে-মাঠে বাজতে দেখা গেছে। ছবি না চললেও পরীর আইটেম মন্দ চলেনি।
হিরা
রেম্প মডেল হিরা ২০১৫ সালে দুটি ছবিতে আইটেম গান করেছেন। ‘গেইম’ ছবির গানটি আলোচনায় এসেছে কম, ‘ইউটার্ন’ ছবির গানটির জন্য বেশ আলোচিত হয়েছেন। যদিও গানটিকে পপুলার বলার উপায় নেই।
মৌসুমী
মৌসুমী হামিদের তিনটি ছবি রিলিজ হয় গেল বছর। এরমধ্যে ‘ব্ল্যাকমেইল’ ছবিতে ‘আইসক্রীম’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করেছেন মৌসুমী। গানটির জন্য বাহবা জোটেনি মৌসুমীর।
প্রসূন
‘ইউটার্ন’ ছবিতে হিরার পাশাপাশি পারফর্ম করেছেন প্রসূন আজাদ। ‘ফুল ফুটেছে’ শিরোনামের গানটিতে পাহাড়ি নাচ করেছেন ‘সর্বনাশা ইয়াবা’র নায়িকা। যদিও খুব বেশি জ্বলে উঠতে পারেননি তিনি।
আলিশা
নায়িকা হিসেবে আলিশা প্রধানের প্রথম ছবি ‘অন্তরঙ্গ’ মুক্তি পেয়েছে ২০১৫ সালে। এ ছবিতে তিনি আইটেম গানও করেছেন। এতে তিনি ‘দেয়াশলাই’ শিরোনামের একটি গানে পারফর্ম করেছেন।
পিয়া
রেম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ‘গ্যাংষ্টার রিটার্নস’ ছবিতে নায়িকা হয়েছেন। এখানেই শেষ নয়, ছবিতে তিনি একটি আইটেম গানও করেছেন ‘এখনো ভালোবাসি তোমায়’ শিরোনামের গানটিতে তাকে পেয়েছেন দর্শক।
নায়লা নাঈম
নায়িকা ‘হবো হবো’ করেও হওয়া হচ্ছে না নায়লা নাঈমের। নায়িকা হওয়ার আগেই করে ফেললেন আইটেম গান। ‘রানআউট’ ছবিতে নেচেছেন নায়লা। সাড়া ফেলতে পারেননি এই আঙিনায়।
বিপাশা কবির
সিনেমার আইটেম গানে সবেধন নীলমণি। ২০১৫ সালে তিনি সুবিধা করে উঠতে পারেননি। নায়িকারা নিজেদের ছবিতে আইটেম গানে নিজেরাই পারফর্ম করায় আর সেই গানগুলো দর্শকপ্রিয়তা পাওয়ায় কোণঠাসা হয়ে পড়েছেন বিপাশা। প্রতি ছবিতে তার একই অঙ্গভঙ্গি, ফ্যাশন সেন্সের অভাব, কদর্য গানের কথা তাকে গত বছর অনেকখানি পিছিয়ে দিয়েছে। এজন্য তিনি নায়িকা দৌড়ে সামিল হয়ে হয়েছেন, আইটেম গানকে ব্যাকফুটে রেখে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন