২০১৫ সালের বর্ষসেরা হয়েছেন যেসব ক্রিকেটার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০১৫ সালে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়াটার ফাইনালে খেলার পাশাপাশি ঘরের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। টাইগারদের দূর্দান্ত এসকল অর্জনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান।
এরই ফলপ্রসূ হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ অন্যদিকে কাটার-মাস্টারের ভাগ্যে জুটেছে ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের তকমা। এ অর্জনের পথে মুস্তাফিজ আবার পিছনে ফেলেছেন দুই সতীর্থ সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদকে।
ক্রিকেট মাঠে নিয়মিত পারফর্ম করার ফল হিসেবে আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিয়াদ-মুস্তাফিজদের হাতে তুলে বিএসপিএ-এর পক্ষ থেকে তুলে দেওয়া হ্য পুরষ্কার। ক্রিকেটার ছাড়াও আরো অনেকে পুরষ্কৃত হন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে।
কুল-বিএসপিএ ২০১৫ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকা-
বর্ষসেরা ক্রীড়াবিদঃ মোস্তাফিজুর রহমান, সেরা ক্রিকেটারঃ মাহমুদউল্লাহ রিয়াদ, সেরা দাবাড়ুঃ মোহাম্মদ ফাহাদ রহমান, সেরা আর্চারঃ তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদঃ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠকঃ ইউসুফ আলী, বর্ষসেরা কোচঃ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠানঃ ম্যাক্স গ্রুপ, বিশেষ সম্মাননাঃ আমিনুল হক মনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন