২০১৫ সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহত ১৮৩জন

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলছে, বাংলাদেশে ২০১৫ সালে ১৮৩ জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সংস্থাটি আজ এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে।
তাতে এসব তথ্য উঠে এসেছে। সংস্থার কর্মকর্তা নুর খান লিটন বলছেন, ২০১৫ সালে আগের বছরের চেয়ে ৫৫ জন মানুষ বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মারা গেছে।
গত বছর সারাদেশে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ১৫১ জন। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৪৭ জন। এছাড়া গত বছর গুম হয়েছে ৫৫জন।
২০১৫ সালে গণপিটুনিতে মারা গেছে ১৩৫জন।
আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টে গেল বছরে সীমান্তে হত্যা এবং নারী নির্যাতনের চিত্রও প্রকাশ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন