সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২০১৭ হোক ক্রিকেট অঘটনের বছর

২০১৭ সালে, নতুন বছরে কী কী সাড়াজাগানো ঘটনা ঘটতে পারে ক্রিকেটবিশ্বে—এমন অনুমানভিত্তিক এক প্রতিবেদন তৈরি করেছে ভারতের একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট। তার একটা অংশে লেখা হয়েছে, ‘বাংলাদেশ জিততে পারে চ্যাম্পিয়নস ট্রফি’! ক্রিকেটবিশ্বে আলোড়ন ফেলে দেওয়ার মতো একটা লাইন। সত্যিই তেমনটা হলে সেটাকে নিশ্চিতভাবেই অঘটন বলে বিবেচনা করা হবে ক্রীড়া অঙ্গনে। কিন্তু এই অঘটন যেন সত্যিই ঘটে, এমন প্রার্থনা মনেপ্রাণেই করবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সত্যিই, ২০১৭ সালটা হোক না ক্রিকেট অঘটনের বছর!

২০১৬ সালে ফুটবলবিশ্বে দেখা গেছে অঘটনের ছড়াছড়ি। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শিরোপা জিতেছে নিচের সারির ক্লাব লিস্টার সিটি। ইউরো কাপে প্রথমবারের মতো অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল আইসল্যান্ড ও ওয়েলস। পর্তুগালের শিরোপা জয়টাকেও তো অনেকে বিবেচনা করছেন অঘটন হিসেবেই। ২০১৭ সালে এ ধরনের অঘটনগুলো ক্রিকেটবিশ্বেও দেখা গেলে মন্দ কী!

২০১৭ সালে ক্রিকেট অঙ্গনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের জন্য লড়াইয়ে নামবে আটটি দল। বাংলাদেশ যার মধ্যে অন্যতম। শক্তি-সামর্থ্য, কন্ডিশনের বিচারে হয়তো অন্যদের চেয়ে পিছিয়েই থাকবেন মাশরাফি-সাকিবরা। কিন্তু এর চেয়ে বড় অঘটনের মঞ্চ আর কী-ই বা হতে পারে? বাংলাদেশ কি পারে না ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ক্রিকেটবিশ্বে লাল-সবুজের বিজয় পতাকা ওড়াতে? লিস্টার সিটির মতো রূপকথা লিখতে?

এ বছর ক্রিকেটবিশ্বে নিজেদের চেনানোর আরো অনেক মঞ্চ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ২০১৬ সালের শেষটা ভালোভাবে করতে পারেননি মাশরাফিরা। কিন্তু নতুন বছরে নতুন শুরু কি হতে পারে না? তিনটি টি-টোয়েন্টি বা দুটি টেস্টের মধ্যে একটি ম্যাচ জিতে মাশরাফিরা কি ইতিহাস গড়তে পারেন না? প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানোর ইতিহাস?

নিউজিল্যান্ড সফর শেষে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে উড়াল দেবে ভারতের উদ্দেশে। সেখানে খেলা হবে মাত্র একটি টেস্ট। ভারতের মাটিতে গিয়ে ভারতেরই বিপক্ষে টেস্ট জয় মোটেই সহজ কর্ম নয়। কয়েক দিন আগেই ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি হেরে গেছে ৪-০ ব্যবধানে। কিন্তু এখানে একটা চমক-জাগানিয়া কিছু উপহার দেওয়ার হাতছানি থাকবে মুশফিক-তামিমদের সামনে।

জুনে চ্যাম্পিয়নস ট্রফির আগ দিয়ে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেটাকে দেখা হচ্ছে প্রস্তুতি হিসেবেই। সম্ভাব্য বড় অঘটনের মঞ্চে পা রাখার প্রস্তুতি।

চ্যাম্পিয়নস ট্রফির পর এ বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্টে এখন পর্যন্ত এ দুই দলের কাউকেই হারাতে পারেনি টাইগাররা। ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্ট জিতে বৃত্ত পূরণ করার হাতছানি আছে বাংলাদেশের সামনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি