শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২০১৯ সালের নির্বাচনে লড়াই করে জিততে চাই, ফাঁকা মাঠে গোল দিতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

আমরা ২০১৯ সালের নির্বাচনে লড়াই করে জিততে চাই। ফাঁকা মাঠে গোল দিতে চাই না। ফাঁকা মাঠে গোল দেয়ার মজা নাই। খেলে জিততে চাই।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার জার্সি পড়ে আসেন। আপনাদের জার্সি ধানের শীষ, আমাদের নৌকা। দেখি কে জেতে? রেফারি ঠিক হয়ে গেছে। আপনারা দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিন। আমরা মাঠে লড়াই করে আপনাদের পরাজিত করতে চাই।

সম্প্রতি গঠিত নির্বাচন কমিশন সম্পর্কে নাসিম বলেন, মহামান্য রাষ্ট্রপতি একক ক্ষমতাবলে এসব করতে পারতেন কিন্তু তা তিনি করেন নাই। তিনি সবার সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু বিএনপি প্রথমেই এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করলো। পরে অবশ্য জনগণ ক্ষেপে যাওয়ায় তারাও এখানে নাম দিয়েছে।

তিনি বলেন, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী করেছেন। বিচার বিভাগকে শক্তিশালী করেছেন। আমরা ৬টি সিটি কর্পোরেশনে হেরেছি কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করা বাদ দেয়নি। কিংবা কোথাও ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করিনি। শেষ স্থানীয় সরকার নির্বাচনেও আমরা ক্ষমতার অপব্যবহার করিনি।

বিএনপির সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, বিএনপির সমস্যা হচ্ছে কোনো কিছু শুরু হলেই তারা নেতিবাচক রি অ্যাকশন দেয়। তারা এটা করে চাপ সৃষ্টির জন্য। বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ হবে না। আগামী নির্বাচনে মাঠে কাজ করা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষেই জনগণ রায় দেবে।

বর্তমানে সারাদেশে উন্নতির জোয়ার বইছে। পদ্মা সেতু হলে দক্ষিণ বঙ্গের চেহার পাল্টে যাবে। যেমনভাবে যমুনা সেতু হওয়ার পরে উত্তরবঙ্গের আমূল পরিবর্তন হয়েছে।

স্মরণসভায় সুরঞ্জিত সেনগুপ্ত অনুকরণীয় ব্যক্তিত্য ছিল উল্লেখ করে তিনি বলেন, দাদার কাছে অনেক শিখেছি। তার বক্তব্য শুনতাম আর তা শিখবার চেষ্টা করতাম। তার মৃত্যুর পর পার্লামেন্ট নিষ্প্রাণ হয়ে গেছে। এতো দক্ষ পার্লামেন্টারিয়ান আর আমি দেখি নাই। বাকি জীবনে দেখবো বলে মনে হয় না। তিনি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে সমান জনপ্রিয় ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্তের ছিল এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন নৌমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আকতারুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের