২০২১ সালের মধ্যে সকল মানুষ বিদ্যুৎ পাবে : অর্থমন্ত্রী
“দেশের মোট জনসংখ্যার ৬৭ ভাগ মানুষ বিদ্যুতায়নের আওতায় এসেছে। আগামী ২০২১ সালের মধ্যে দেশের সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।” বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
মন্ত্রী আজ বিকেলে সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের ধলইপাড়ায় স্যোশাল ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে গ্রাম সমিতির নবনির্মিত ৪টি অফিস ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, গ্যাস মূল্যবান সম্পদ। এটা দিয়ে কলকারখানা পরিচালিত হয়। নতুন করে এখন আর কেউ গ্যাস সংযোগ পাবে না।
তিনি বলেন, এই মুহূর্তে দেশে বিদ্যুতের কোন সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ আছে। নতুন চাহিদা মেটাতে বিদ্যুতের উৎপাদন আরো বাড়াতে হবে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দারিদ্র্য বিমোচন এখন সরকারের প্রধান লক্ষ্য। ইতিমধ্যে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার উন্নয়নে সরকার নানামুখি উদ্যোগ নিয়ে কার্যক্রম চালাচ্ছে।
আবুল মাল মুহিত বলেন, দারিদ্র্য দেশে একসময় প্রধান সমস্যা ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যের হার ছিল ৭০ ভাগ। বর্তমানে এ হার ২৪ ভাগে নেমে এসেছে।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিএফ এর পরিচালক সৈয়দ এফতার হোসেন পিয়ার। বক্তব্য রাখেন দলইপাড়া গ্রাম সমিতির সদস্য পুষ্পরাণী পাত্র।
এর আগে বিকেলে মন্ত্রী শহরতলীর ইসলামপুর (মেজরটিলা) বাজারে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির নতুন ভবনের উদ্বোধন এবং দুপুরে নগরের জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জেলা পরিষদের জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সিলেট বিভাগের ২০জন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে শ্রেষ্ট ৫জন বাছাই করা হয়। এরা হচ্ছেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারি রুকসানা চৌধুরী (মৌলভীবাজার), শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে হুসনে আরা বেগম (মৌলভীবাজার), সফল জননী নারী মোসাম্মৎ হাজেরা খাতুন (সুনামগঞ্জ), নির্যাতনের বিভীষিকাময় অবস্থান থেকে বেরিয়ে নতুন উদ্যোমে জীবনযাত্রায় সফল নারী জাহানারা বেগম (সিলেট), সমাজ উন্নয়নে অবদানের ক্ষেত্রে শেফালী রাণী (হবিগঞ্জ)। :সিলেট
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন