২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাই লক্ষ্য : নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমাদের মূল লক্ষ্য ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা। যদি আওয়ামী লীগ ২০২৪ সাল পযর্ন্ত ক্ষমতায় থাকতে পারে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে হল শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। ২০১৯ সালের নির্বাচনে আবার আমরাই জিতবো। কারণ এসময়ের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে এবং দেশে বিদ্যুৎ সংকট নিরসন হবে।
বিএনপি চক্রান্ত করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার দল এখনো চক্রান্ত করে যাচ্ছে। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার আগেও এভাবে চক্রান্ত হয়েছিল। তাই আমাদের সাবধান থাকতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুল হতেই পারে। কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হয়। আর ভুল থেকে কিভাবে শিক্ষা নিতে হয় তা শেখ হাসিনা জানেন। তাই আমাদের সকলকে শেখ হাসিনার সর্মথন জুগিয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি-জামায়াতের মতো জ্বালাও পোড়াও আন্দোলনে আওয়ামী লীগ বিশ্বাস করে না। বাঙালিকে দারিদ্র্যমুক্ত করতে যা যা করার প্রয়োজন তা আমরা করবো। তবে ২১ আগস্ট এবং ১৫ আগস্টের পুনুরাবৃত্তি হতে দেয়া হবে না।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আজ টেলিভিশনের স্ক্রলে দেখলাম মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘কাউন্সিলের পর বিএনপি আবার জেগে উঠবে’। এখন আমার প্রশ্ন যদি জেগে উঠেন তাহলে ঘুমিয়ে গেলেন কেন? আর বিএনপির ঘুমিয়ে যাওয়ার জন্য অন্যতম দায়ী হলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মীর্জা ফখরুল। তাই আমরা চাই একটি প্রাচীন দল হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের এবারের কাউন্সিলে দেয়া হোক। নতুন কাউন্সিলে পলিটিক্যাল অপজিশান দাঁড় করানো হোক।
হল শাখা ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এ এস এম জাকির হোসেন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন