২০৩০ বিশ্বকাপ আর্জেন্টিনায়?
২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে পারে ম্যারাডোনার দেশে। ওই বছর ফিফা বিশ্বকাপ আসরের শতবর্ষ পূর্ণ করবে। শোনা যাচ্ছে, শত বছরের আয়োজনকে স্মরণীয় করে রাখতে ফিফা আর্জেন্টিনায় বিশ্বআসর আয়োজন করতে পারে।
আরেকটি সূত্র বলছে, আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে উরুগুয়েও থাকতে পারে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নবনিযুক্ত সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের এই আয়োজনের উদ্যোগকে সমর্থনও করেছেন।
১৯৩০ সালে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। সেবার আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। এরপর আর একবারও বিশ্বকাপ আয়োজন করতে পারেনি উরুগুয়ে।
অন্যদিকে আর্জেন্টিনাও মাত্র একবার বিশ্বকাপ আয়োজন করে। ১৯৭৮ সালে ঘরের মাঠে ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বজয়ের উল্লাসে মাতে আর্জেন্টাইনরা।
এর আগে মাত্র একবার ফিফা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে। ২০০২ সালে জাপান ও কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করে। আর্জেন্টিনা ও উরুগুয়ে এবার সেই সুযোগ পেতে যাচ্ছে?
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন