২০৪১ সালে আমরা ধনী দেশ হবো: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ২০২১ সালে স্বচ্ছল দেশ আর ২০৪১ সালে আমরা ধনী দেশ হবো। কৃষকরা ১০ টাকার কার্ড দিয়ে ব্যাংকে একাউন্ট খুলতে পারেন বলেই তাদের আর মহাজনের কাছে যেতে হয় না। ব্যাংক থেকেই তারা সহজে কৃষিঋন পাচ্ছেন, তাইতো গ্রামে-গঞ্জে এখন আর মহাজন শব্দটা শোনা যায় না। আজ শনিবার শেরপুরের নকলা উপজেলার গনপদ্দি হাইস্কুল মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোলার হারিকেন বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী আরো বলেন, বিদ্যা বড় ধন। খাতা-কলম দিয়ে শেখ হাসিনা শুরু করেছেন। এখন বই খাতা থেকে শুরু করে বৃত্তি-উপবৃত্তি তো আছেই। তিনি সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন, যেন এই দেশ জ্ঞানে-গরিমায়, গৌরবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটাই শেখ হাসিনার স্বপ্ন।
নিজ নির্বাচনী এলাকা নকলা উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ১ থেকে ১০ নম্বর রোলধারী ‘টপ টেন’ শিক্ষার্থীদের মাঝে এদিন ৮ হাজার ১৫০টি সোলার হারিকেন বিতরন করেন কৃষিমন্ত্রী।
এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসালাম জিন্নাহ, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন