২০ কিলোমিটার দূরে গিয়ে শ্রীলঙ্কায় জুমার নামাজ আদায় করলেন টাইগাররা
লংকান সফরের সময় শুক্রবার খেলা না থাকায় জুমার নামাজ আদায় করেছেন বাংলাদেশ ক্রিকেট দল।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় আগের দুই শুক্রবার জুমার নামাজ আদায় করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শুক্রবার খেলা না থাকায় জুমার নামাজ আদায় করেছেন টাইগাররা।
টিম হোটেল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গানিওয়ালপালপোলার একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন দলের
সকল মুসলমান খেলোয়াড়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
শ্রীলঙ্কা পৌঁছার পরের দিনই কলম্বোতে জুমার নামাজ আদায় করেছিল বাংলাদেশ দল। এরপর গত দুই শুক্রবারেই ছিল টেস্ট ম্যাচে। শুক্রবার জুমার নামাজ আদায় করতে পেরে দারুণ খুশি দলের ক্রিকেটাররা। খেলোয়াড়রাও হয়েছেন মানসিকভাবে চাঙ্গা। এমনটাই জানিয়েছেন খালেদ মাহমুদ।
তবে কোথায় নামাজ পড়েছেন তা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কায় বাংলাদেশের লিয়াজো বসন্ত আরিবিক্রমা, ‘আমরা বাংলাদেশের মুসলিম খেলোয়াড়দের হোটেল থেকে গানিওয়ালপালপোলা শহরের একটি মসজিদে নিয়ে গিয়েছিলাম। যা হোটেল থেকে প্রায় ২৫ মিনিটের পথ। সেখানে তারা নামাজ আদায় করেছে।’
দেশেও বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিয়মিত জুমার নামাজ আদায় করে থাকেন। এমনকি বিদেশের মাটিতেও আদায় করেন। নিউজিল্যান্ড সিরিজেও আদায় করেছিলেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন