২০ দলে থাকার ঘোষণা ইসলামী ঐক্যজোটের আরেক নেতার

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছাড়ার কয়েক ঘণ্টা পর ইসলামী ঐক্যজোটের আরেক নেতা ওই জোটের থাকার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০-দলীয় জোটে থাকার এ ঘোষণা দেওয়া হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রাকিব এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি নিজেকে ঐক্যজোটের নতুন চেয়ারম্যান দাবি করেন।
মাওলানা আবদুর রাকিব বলেন, ‘ইসলামী ঐক্যজোট ২০-দলীয় জোটের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও আমরা থাকব।’
রাকিব বলেন, ‘যারা ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন তাঁরা দলের গঠনতন্ত্র ভেঙেছেন এবং দলে তাঁরা নিজেদের অবস্থান হারিয়েছেন। আমরা তাঁদের জায়গায় অন্যদের দায়িত্ব দেব।’
এই দিন দুপুরেই ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ২০ দল ছাড়ার ঘোষণা দেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ২০ দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন