২০-২৪ ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন
২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো এক দিনে পৌরসভা নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী কর্ম পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম দিকে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে ইসির কর্মকর্তারা ব্যস্ত থাকবেন। এ ছাড়া জানুয়ারিতে শুরু হবে বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা। সব মিলিয়ে মনে হচ্ছে, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ২৪৫ পৌরসভার ভোটগ্রহণ করতে পারলে নির্বাচন কমিশনের জন্য ভাল হবে।’
নির্বাচন এক দিনে করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক দিনেই নির্বাচন করা হবে। এমন চিন্তাভাবনাই ইসি করছে।’
তিনি বলেন, ‘আচরণ বিধিমালা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সেখান থেকে এলে কমিশন নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে।’
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ‘দলীয় পরিচয়ে নির্বাচন করার জন্য আগের বিদ্যমান আইন রয়েছে। ওই বিধিতে এক শতাংশ ভোটের সমর্থন লাগতো। এ নির্বাচনে এটি সহজ করা হয়েছে। সেক্ষেত্রে মেয়রদের ক্ষেত্রে অনূর্ধ্ব ২০০, কাউন্সিলরদের জন্য অনূর্ধ্ব ৫০ ভোটারের সমর্থনের বিধান রাখা হচ্ছে।’
তফসিল ঘোষণার বিষয়ে জাবেদ আলী বলেন, ‘আশা করছি, নভেম্বরে মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে।’
সংশোধিত বিধিমালা ভেটিংয়ের জন্য কবে নাগাদ আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি যাওয়ার পথে। আজকের মধ্যে আইন মন্ত্রণালয়ে তা পৌঁছানোর কথা।’
বিধি সংশোধনে রাজনৈতিক দলের সংলাপ বা তাদের মতামত নেওয়া হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘নিতে পারলে ভাল হতো। তবে সময় কম থাকায় নেওয়া হয়নি। তবে এ আইনে এমন কিছু বিষয় রাখা হয়নি, যাতে রাজনৈতিক দলগুলো ভিন্নমত প্রকাশ করবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন