‘২১শে আগস্ট হত্যা মামলার বিচারকে বিলম্বিত করে লাভ নেই’

একুশে আগস্ট হত্যা মামলার বিচারকে বিলম্বিত করার চেষ্টা করে আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় এ হত্যাকাণ্ড হওয়াই তারা এর বিচারকে বাধাগ্রস্ত করেছিল।
মন্ত্রী বলেন, এ মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে, খুব শিগগিরই এর রায় হবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘জানি না ফখরুল ইসলামের বোধদয় হয়েছে কিনা। ক্রন্দন দেখে মনে হচ্ছে অনুশোচনা হচ্ছে। তবে কীসের ক্রন্দন জানি না।’
‘আপনাদের ক্রন্দনে মানুষের সহানুভূতি জাগে না। পাপ বাপকে ছাড়ে না। প্রায়শ্চিত্ত করতে হবে, কেঁদে প্রায়শ্চিত্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
কামরুল বলেন, জাতি আপনাদের রাজনীতি থেকে বিতাড়িত করে প্রায়শ্চিত্ত করাবে। আপনারা সুস্থ রাজনীতিতে ফিরে আসতে পারবেন না।
সভায় সংগঠনটির সহসভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকেবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারাবিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশেরবিস্তারিত পড়ুন