‘২১শে আগস্ট হত্যা মামলার বিচারকে বিলম্বিত করে লাভ নেই’
একুশে আগস্ট হত্যা মামলার বিচারকে বিলম্বিত করার চেষ্টা করে আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় এ হত্যাকাণ্ড হওয়াই তারা এর বিচারকে বাধাগ্রস্ত করেছিল।
মন্ত্রী বলেন, এ মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে, খুব শিগগিরই এর রায় হবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘জানি না ফখরুল ইসলামের বোধদয় হয়েছে কিনা। ক্রন্দন দেখে মনে হচ্ছে অনুশোচনা হচ্ছে। তবে কীসের ক্রন্দন জানি না।’
‘আপনাদের ক্রন্দনে মানুষের সহানুভূতি জাগে না। পাপ বাপকে ছাড়ে না। প্রায়শ্চিত্ত করতে হবে, কেঁদে প্রায়শ্চিত্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
কামরুল বলেন, জাতি আপনাদের রাজনীতি থেকে বিতাড়িত করে প্রায়শ্চিত্ত করাবে। আপনারা সুস্থ রাজনীতিতে ফিরে আসতে পারবেন না।
সভায় সংগঠনটির সহসভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন