২১ আগস্ট রাজনীতির কালো দিন

আলোচিত ২১ আগস্টের গ্রেনেড হামলার দিনটিকে এদেশের রাজনীতির ‘কালো’ দিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিকুল গনি স্বপনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘২১ আগস্ট এদেশের রাজনীতির ইতিহাসে কালো দিন। এদিন একটি দলের ২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এটি একটি বর্বরতম হত্যাকাণ্ড। আমি তাদের আত্মার প্রতি সমবেদনা ও মাগফিরাত কামনা করছি।’
এ সময় তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘এ পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যর ডাক দিয়েছেন, উগ্রবাদ-জঙ্গিবাদ প্রতিরোধের জন্য। এটা কোনো নির্বাচনী বা সরকার গঠনের ঐক্য নয়। কিন্তু একটি মহল এ ঐক্য নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে।’
এ সময় অল্প কয়েক দিনের মধ্যে জাতীয় ঐক্য গঠন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কোনো গণতান্ত্রিক সরকার থাকলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হতো না। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন ধ্বংস হয়ে গেলে আমরা বিদ্যুৎ দিয়ে কী করব?
বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন