২১ বলে সেঞ্চুরি!

দিন-কয়েক আগে মাত্র ৫৩ বলে ৯৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলে নিজের জাতটা চিনিয়েছিলেন তিনি। কিন্তু গত রোববার ক্যারিবীয় ক্রিকেটার ইরাক টমাস যা করলেন, তা এক কথায় বিধ্বংসী! পুরনো সব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টির দ্রুততম শতরানের মালিক হলেন তিনি। অবশ্য এটি আন্তর্জাতিক ক্রিকেটে গণ্য হবে না।
মাত্র ২১ বলে সেঞ্চুরি করেছেন টমাস। সেন্ট লুইসে টোবাকো ক্রিকেট অ্যাসোসিয়েশন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এই কীর্তি করেছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর এই ক্রিকেটার।
১৫টি ছক্কা এবং পাঁচটি চারের মার ছিল তাঁর এই দুর্দান্ত ইনিংসে। আর ছক্কাগুলোর মধ্যে তিনটির বল হারিয়েই গেছে। তাঁর দাপুটে ব্যাটিংয়ে ১৫২ রানের টার্গেট ৮ ওভারেই টপকে গেল তাঁর দল। আর একাধিক রেকর্ড করে শেষ পর্যন্ত ৩১ বলে ১৩১ রান করে অপরাজিত থেকে গেলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
রেকর্ড করে দারুণ খুশি টমাস বললেন, ‘টি-টোয়েন্টিতে এটি আমার প্রথম সেঞ্চুরি। আসলে এই ম্যাচে যেভাবে মারতে চেয়েছি সব হয়েছে। অবশ্য আগে থেকে ভেবে এমন ইনিংস খেলা যায় না। ভবিষ্যতে এ রকম ইনিংস আরো খেলতে চাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন