২১-২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থী প্রবেশ নিষেধ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল ঘুরে দেখার পর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে পুরো ঢাকা শহরকে সুদৃঢ় নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঢেকে ফেলা হবে। আমরা এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি। সম্মেলনস্থলজুড়ে সিসি টিভি ক্যামেরা স্থাপন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে মনিটরিং করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশের ফোর্স মোতায়েন করা হবে উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও পর্যাপ্ত পরিমাণ সাদা পোশাকে পুলিশ, সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ পুলিশের অন্যান্য সংস্থা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করবে। সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চ, প্যান্ডেল ও গেট ব্যবস্থাপনা এসএসএফের তত্ত্বাবধানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে ঢাকা মহানগর পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, আগামী ২১ অক্টোবর ডিএমপি পুরো সম্মেলনস্থলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিনা অনুমতিতে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে না। শুধু আমন্ত্রিত অতিথি ও দলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মীরাই সম্মেলন এলাকায় প্রবেশের অনুমতি পাবেন। আগামী শনিবার থেকে সম্মেলন এলাকার আশপাশে ভবঘুরে, হকার ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।
এ সময় আছাদুজ্জামান মিয়া আরো বলেন, কোনো ধরনের ব্যাগ, পোটলা, দাহ্য বস্তু, আগ্নেয়াস্ত্র সম্মেলনে সঙ্গে আনা যাবে না। সবাইকে প্রতিটি গেটে স্থাপিত আর্চওয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে প্রবেশ করানো হবে।
সম্মেলন সফল করতে দেশবাসী ও রাজধানীবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সম্মেলন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিনিধি, দর্শনার্থী ও সর্বসাধারণ ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন বলে আমরা বিশ্বাস করি।’
এদিকে সম্মেলনের নিরাপত্তা দিতে র্যাবের বিভিন্ন ইউনিট এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা এই উপলক্ষে র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সেই নিরাপত্তা ব্যবস্থাটি সম্পূর্ণভাবে ২২ ও ২৩ তারিখে বলবৎ করা হবে।’
আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের দুইদিনের এই সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগ। এই সম্মেলনে টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন