২২২ রানের জুটি ভাঙলেন তাইজুল
হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনে সকাল থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছিল দুই ব্যাটসম্যান বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে। সেই সঙ্গে ছিল ক্যাচ মিস। কোনোভাবেই থামানো যাচ্ছিল না এই দুজনকে। শেষ পর্যন্ত স্পিনার তাইজুল ইসলাম দলকে কিছুটা হলেও স্বস্তি এনে দিলেন। তার বলে ফিরে গেলেন আজিঙ্কা রাহানে। তবে অপর প্রান্তে বিপুল বিক্রম দেখিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
তাইজুলের করা ১১৪ তম ওভারের তৃতীয় বলে শর্ট কাভারে তুলে দেন আজিঙ্কা রাহানে। ক্যাচটি দুরুহ ছিল। কিন্তু মেহেদী হাসান মিরাজ দুর্দান্তভাবে প্রায় উড়ে গিয়ে ক্যাচটি তালুবন্দী করেন। এর আগে এই রাহানেরই একটা সহজ ক্যাচ পয়েন্টে ফেলে দেন সেরা ফিল্ডার বলে খ্যাত সাব্বির রহমান। রাহানের রান ছিল তখন ৬২। রাহানে এবং কোহলি মিলে চতুর্থ উইকেটে ২২২ রানের জুটি গড়েন। আউট হওয়ার আগে ১৩৩ বলে ১১ বাউন্ডারিতে ৮২ রান করেন রাহানে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৬২।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন