২৩৬ পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর, আজ তফসিল
সারাদেশের ২৩৬ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ ব্যাপারে নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করবে। কমিশনারদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। পরে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম কাল তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিবি বলেন, ‘নির্বাচনের বিষয়ে এখন কিছু বলা যাবে না। মঙ্গলবার তফসিল ঘোষণা করা হবে। তখনই সব জানতে পারবেন।’
নির্বাচন একসঙ্গে হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘একসঙ্গে করার সিদ্ধান্ত হয়েছে।’
এবারই প্রথম দলীয়ভাবে মেয়র পদে নির্বাচনে লড়বেন প্রার্থীরা। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা আগের মতোই দলের সমর্থন নিয়ে নির্বাচন করেবেন।
গত রবিবার সকালে দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকারের পৌরসভা আইনের সংশোধনীর গেজেট কমিশনে এসে পৌঁছায়। সেদিনই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যায়ই তা ভেটিং হয়ে কমিশনে এসে পৌঁছায়।
গত ১৯ নভেম্বর শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা (সংশোধন) আইন ২০১৫ বিল পাস হয়। পরে রাষ্ট্রপতি এতে সম্মতি দিলে ২১ নভেম্বর পৌরসভা (সংশোধন) আইন গেজেট আকারে প্রকাশ করা হয়।
বর্তমানে সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ২০১১ সালে নির্বাচনী উপযোগী ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল সাবেক ড. শামসুল হুদা কমিশন। তবে এবার স্থানীয় সরকারের দেয়া তালিকা অনুযায়ী বর্তমানে ২৪৫টি নির্বাচন উপযোগী রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন