২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গল নিয়ে নাসার চাঞ্চল্যকর ঘোষণা
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। ফের চাঞ্চল্যকর কিছু ঘোষণার পথে নাসা। সেটা যে কী, তা নিয়ে অবশ্য কৌতূহলেই রেখে দিয়েছে নাসা কর্তৃপক্ষ। তবে জোর জল্পনা, মঙ্গলের বায়ুমণ্ডল নিয়েই নতুন কোনও তথ্য পেশ করতে চলেছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা।
আগামীকাল বৃহস্পতিবার আমেরিকার স্থানীয় সময় বেলা ২টা নাগাদ নাসার সদর দপ্তরে সাংবাদিক বৈঠক রয়েছে। সেখানেই এই চমক অপেক্ষা করছে। নাসার মার্স এক্সপ্লোরেশন প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী মাইকেল মেয়ের নিজেই যেহেতু পৌরোহিত্য করবেন, তাই সেটা যে মঙ্গল গ্রহ নিয়েই কিছু, সে বিষয়ে এ করকম নিশ্চিত মার্কিন মিডিয়া।
এর আগের বারই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাসা প্রতিশ্রুতি দিয়েছিল, ‘জার্নি টু মার্স’ নিয়ে খুব শিগগির তারা বড় ঘোষণা করবে। যেটা মনে করা হচ্ছে, এতদিন যে লালগ্রহে প্রবাহমান পানি রয়েছে বলে নাসা অনুমান করছিল, সম্ভবত তার প্রমাণ বিজ্ঞানীরা পেয়ে গিয়েছেন। ফলে পৃথিবীর নিকট এই গ্রহে ভিনগ্রহী থাকার সম্ভাবনাও আরও জোরালো হয়ে উঠছে।
নাসার টুইটারেও তার ফলোয়ারদের উদ্দেশে বলা হয়েছে, বৃহস্পতিবারের ‘এক্সাইটিং’ ঘোষণার জন্য অপেক্ষা করুন। তবে সেখানেও ভেঙে কিছু বলা হয়নি।
একই সঙ্গে এ বার মহাকাশবাস(ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশন) এর ১৫ বছর উদযাপন করতে চলেছে নাসা। জানা গিয়েছে, এই মুহূর্তে মহাকাশে রয়েছেন ছয়জন জ্যোতির্বিজ্ঞানী। আমেরিকা ছাড়াও রাশিয়া ও জাপান থেকে তাঁরা গিয়েছেন। সূত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন