২৪ ঘণ্টায় আসামি হাজির না করায় হাইকোর্টের রুল
আটকের ২৪ ঘণ্টার মধ্যে আসামি আদালতে হাজির না করায় তদন্তকারী কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এসআই মো. ফারুক ফকিরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আসামির করা এক জামিন আবেদনের শুনানি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের বাঘার বাজারস্থ পুষ্টমদাম রিসোর্টের ৪০৪ নম্বর কক্ষ থেকে অস্ত্রসহ খায়রুল আলম সুজন ও সজীব আহমেদ সাকিলকে গত বছরের ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার করে র্যাব। আসামি সুজনের প্যান্টের পকেট হতে দুই রাউন্ড
গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করার পর ১ মার্চ তাদেরকে আদালতে হাজির করা হয়।
নিম্ন আদালতে আসামিরা জামিন চাইলে তা না মঞ্জুর করা হয়। সে আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনে মামলার ফরোয়ার্ডিং যুক্ত করে দেয়া হয়।
এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আটকের তিনদিন পর আসামিকে আদালতে হাজির করার কারণে তদন্তকারী কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট।
ফৌজদারী কার্যবিধি অনুযায়ী আসামিকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে। এ বিধানকে অমান্য করায় আসামী পক্ষ উচ্চ আদালতে আবেদন করেন। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন