২৪ রানের লিড নিয়ে থামল ইংল্যান্ড

টেইল এন্ডারদের দাপটে লিড নিলেও সেটি বড় করতে পারেনি সফরকারী ইংল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২৪৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। তাতে প্রথম ইনিংসে ২৪ রানের লিড দাঁড়ায় তাদের। চট্টগ্রামের মতো এখানেও প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
শনিবার প্রথম সেশনে ৫ উইকেট নেয় বাংলাদেশ। অফ স্পিনার মেহেদী আবার ৫ উইকেট পেয়েছেন ততক্ষণে। প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট তার শিকার। সকালে মূল্যবান ৩ উইকেট তার। ২ উইকেট বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের। তাতে ৮ উইকেটে ১৬৩ রানে লাঞ্চে যায় ইংল্যান্ড। ক্রিস ওকস ও আদিল রশিদ দলকে টেনে নিয়ে লিড এনে দিলেন। ইনিংস সর্বোচ্চ ৯৯ রানের নবম উইকেট জুটি গড়েছেন তারা। ওকস ৪৬ রান করে মেহেদীর ষষ্ঠ শিকার হয়েছেন। আদিল ৪৪ রানে অপরাজিত থেকেছেন। ৮২ রানে ৬ উইকেট মেহেদীর। ৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল। আর সাকিব আল হাসানের শিকার ১ উইকেট।
ইংল্যান্ডকে খাদের কিনারে নিয়ে গিয়েছিলেন মেহেদী ও তাইজুল। আগের দিন ২ উইকেট মেহেদীর। তাতে ৩ উইকেটে ৫০ রানে দিন শুরু ইংল্যান্ডের। নিজের দ্বিতীয় ওভারে মেহেদী তুলে নেন মঈন আলির (১০) মূল্যবান উইকেট। পরের ওভারে তাইজুলের প্রথম শিকার বিপজ্জনক বেন স্টোকস (০)। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে ইংল্যান্ড।
ইংলিশদের সেরা ব্যাটসম্যান জো রুট আগের দিন হাল ধরেছেন। এবার জনি বেয়ারস্টোকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন। কিন্তু সেই মেরামত সম্পূর্ণ করতে দেন না মেহেদী। বেয়ারস্টোকে (২৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন।
ইংলিশদের শেষের দিকেও ফার্স্ট ক্লাসে সেঞ্চুরি করা ব্যাটসম্যানের ছড়াছড়ি। বিশ্বের সেরা টেইল এন্ড তাদের। কিন্তু ৪ রানের ব্যবধানে জাফর আনসারি (১৩) ও জো রুট বিদায়। আনসারি মেহেদির ইনিংসে পঞ্চম শিকার। কাঁটা হয়ে বিঁধতে থাকা রুট ৫৬ রান করে তাইজুলের কাছে আত্মসমর্পণ করেন। ৮ উইকেটে ১৪৪ ইংল্যান্ডরে। তখনো ৭৬ রানে পিছিয়ে তারা। লিডের কথা তো ভাবতেই পারে বাংলাদেশ।
ওকস আর আদিল ওই ৮ উইকেটে ১৬৩ রান নিয়ে লাঞ্চে যান। লাঞ্চের আগ পর্যন্ত তিন স্পিনারেই আক্রমণ করে যেতে থাকে বাংলাদেশ। কাজ হয় না। ৫৮ ও ৫৯তম ওভারের সময় যথাক্রমে পেসার কামরুল ইসলাম রাব্বি ও অফ স্পিনার শুভাগত হোম বল পেলেন। চট্টগ্রামেও লেজের ব্যাটিংয়ে ইংলিশরা বিপদ সামলেছে। এবার আরো বড় বিপদ রুখল ওই লেজই। ৯ নম্বর ব্যাটসম্যান ওকসের ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ৯টি, ১০টি ১০ নম্বরে নামা আদিলের। তারাই নবম উইকেটে ইংল্যান্ডের ইনিংসের সেরা জুটি গড়েন। হাতের নাগাল থেকে লিড বেরিয়ে যাওয়ার হতাশায় তবু লড়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে থামাতে পেরেছে ২৪৪ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন