২৯ বছর পর গ্রুপ পর্ব থেকে লজ্জার বিদায় নেইমারবিহীন ব্রাজিলের

সর্বশেষ ১৯৮৭ সালে কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। যদিও ১৯৮৭ সালে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরেবারই, ১৯৮৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। শুধু তাই নয়, এরপর মোট ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ১৯৮৭ সালের পর কেটে গেছে ২৯টি বছর। এবার কোপার শতবর্ষের উৎসবের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দুঙ্গার দলকে।
ক্লাব-জাতীয় দল দ্বন্দ্বের কারণে কোপায় খেলতে পারছেন না ব্রাজিল ফুটবলের বড় বিজ্ঞাপন নেইমার। বার্সেলোনা শর্ত দিয়েছে হয় অলিম্পিক নয় তো খেলতে হবে কোপা আমেরিকা। নিজেদের দেশে অলিম্পিক গেমস হবে বলে নেইমারকে সেখানেই খেলাতে চায় ব্রাজিল। সুতরাং, কোপায় সেরা তারকাকে ছাড়াই মাঠে নামতে হলো দুঙ্গার দলকে। ফলাফল যা গওয়ার তাই হলো।
প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করতে হলো ব্রাজিলকে। যদিও পরের ম্যাচে বিশাল জয়ে ছন্দে ফিরেছিল তারা। হাইতিকে হারিয়েছিল ৭-১ গোলের বিশাল এক ব্যবধানে। এক ড্র আর এক জয়ে পয়েন্ট ৪। শেষ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করতে পারলেও ব্রাজিল উঠে যাবে শেষ আটে।
কিন্তু এই সহজ সমীকরণকে কঠিন করে ফেলে নেইমারবিহীন ব্রাজিল। ৭৫ মিনিটে বিতর্কিত গোলে হারতে হলো ব্রাজিলকে। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়। কোপার ইতিহাসে দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন