২৯ সেপ্টেম্বর, সারপ্রাইজ দিতে আপনাকে নিমন্ত্রণ গুগলের
অ্যাপেলের বার্ষিক অনুষ্ঠানে ডাক পাননি, তাতে কী! গুগল তাঁদের বার্ষিক অনুষ্ঠানে চাইছেন আপনাকে। নিজেদের বার্ষিক অনুষ্ঠানের আগে গুগল তার সমস্ত গ্রেহকদের কাছে আমন্ত্রণ পাঠাচ্ছে। দেখা যাচ্ছে “আগামী ২৯ তারিখ আপনিও আসুন সবান্ধবে। রাত ৮টা থেকে প্রবেশ করা যাবে ইয়র্ক সিটির প্রেক্ষাগৃহে।”
সংস্থার তরফে গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি মাসের ২৯ তারিখই বাজারে আসছে গুগলের একাধিক নতুন প্রযুক্তি। আসছে বহুপ্রতীক্ষিত নেক্সাস ৫ ও নেক্সাস ৬। হাওয়াই ও এলজির যৌথ উদ্যোগেই তৈরি হতে চলেছে নেক্সাস। থাকছে ওয়ানটাচ স্ক্যানার, ইউএসবি-সি। ৩ জিবি র্যামের সঙ্গে থাকছে উন্নত প্রযুক্তির ক্যামেরা। জানা গিয়েছে, ২৯ তারিখই গুগল বাজারে আনছে নিজেদের নতুন অ্যান্ড্রয়েড আপডেট মার্সমেলো। দ্বিতীয় প্রজন্মের ক্রমোকাস্ট ডংগেল।
বিনোদনের জন্য গুগলের ঝোলায় থাকছে ‘ফার্স্ট-প্লে’ অপশন। থাকছে উন্নত প্রযুক্তির স্ক্রিন। গত মাসেই ভাগ হয়েছে গুগল। ল্যারি পেজের নেতৃত্বে মূল কোম্পানি হয়েছে অ্যালফাবেট। গুগলের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইকে। সুন্দরের নেতৃত্বে বিশ্বের সর্বোচ্চ সার্চ ইঞ্জিন জায়েন্ট নতুন কী রহস্য ফাঁস করে সেটাই এখন দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন