শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ মন্ত্রীকে ‘কুলাঙ্গার’ বললেন দুদু, পদত্যাগ চান প্রধানমন্ত্রীরও

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। একইসঙ্গে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ চাইলেন বিএনপির এ নেতা।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আদালত অবমাননার দায়ে দুই কুলাঙ্গার মন্ত্রীকে (খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক) ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন উচ্চ আদালত। এজন্য আমরা আদালতকে ধন্যবাদ জানাই। আদালতের রায়ের পর প্রধানমন্ত্রী ওই দুই মন্ত্রীর সঙ্গে দেখা করেন নাই অর্থাৎ তাদেরকে পদত্যাগ করতে হবে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দুই মন্ত্রী বক্তব্য দিয়ে বিচার বিভাগকে অসম্মানিত করেছেন। অথচ শেখ হাসিনা বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন। সংবিধানকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এরপরেও তিনি কী করে প্রধানমন্ত্রী থাকেন? সুতরাং ওই দুই মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পদত্যাগ করতে হবে। তাহলে বুঝবো-প্রধানমন্ত্রী আদালত, সংবিধান ও আইন মানেন। আর সেটা না করে তিনি যদি সেই আসনে বসে থাকেন এবং এই দুইজনকে পদত্যাগ করতে হয়, তাহলে বুঝবো- খুব অল্প দিয়ে প্রধানমন্ত্রী নিজেকে রক্ষা করতে চান।’

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। সে জন্যই আমাদেরকে সংগঠন গড়ে তুলতে হবে। সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক দল বিএনপিতে বড় অঙ্গ সংগঠন। ফলে আন্দোলন-সংগ্রামেও তাদের দায়িত্বটা বেশি। নেতাকর্মীদেরও এ বিষয়টি মাথায় রাখতে হবে।’

স্বেচ্ছাসেবক দলের উদ্দেশে দুদু বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দৃঢ়তার সঙ্গে বেগম খালেদা জিয়াকে আশ্বস্ত করতে হবে- আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। যতো বিপদ-ঝঞ্জা, যা কিছুই আসুক না কেন- আপনার জন্য এবং বিএনপি, বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমানের জন্য শেষ সংগ্রামটা আমরাই করবো।’

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রদলের সাবেক নেতা সর্দার মো. নুরুজ্জামান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল